ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে আবৃত্তি প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
রামুতে আবৃত্তি প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের মিলনমেলা

কক্সবাজার: কক্সবাজারের রামুতে প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল আবৃত্তি প্রতিযোগিতা। যেখানে অংশ নিয়েছে ১১৩ জন শিক্ষার্থীর ক্ষুদে শিক্ষার্থী।

শব্দায়ন আবৃত্তি একাডেমি, কক্সবাজার এর প্রশিক্ষণ পরিচালনায় বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাঁকখালী ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (২ নভেম্বর) বিকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শব্দায়ন আবৃত্তি একাডেমি, কক্সবাজার এর পরিচালক জসিম উদ্দিন বকুলের তত্ত্বাবধানে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন- বাঁকখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক ইজত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাছির উদ্দিন বলেন যে মানুষ কথা বলেতে জানেনা, সুন্দরভাবে কথা বলতে পারলে সুন্দর চিন্তাও করা যায়। আর যারা সুন্দরভাবে কথা বলতে পারে তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠে।  

রামুর বাঁকখালী ফাউন্ডেশন শিশু শিক্ষার্থীদের আগামী দিনের সফল মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসে প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন নিঃসন্দেহে সময়োপযোগি ও প্রশংসনীয় পদক্ষেপ।

অনুষ্ঠানে আলোচক ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতীম বড়ুয়া, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার শর্মা, রামু কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, গীতিকার মাস্টার এরশাদুল হক, সংগীত ভবনের পরিচালক বিভাষ সেন গুপ্ত জিগমী, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ শহীদ, কবি সুরভী বড়ুয়া, রামু ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজনীন আকতার, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কান্তি দাশ, বাঁকখালী ফাউন্ডেশনের পরিচালক রেজাউল আমিন মোর্শেদ, ভুবন বড়ুয়া ও নুরুল আমিন প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকের  দায়িত্ব পালন করেন,শব্দায়নের পরিচালক রোমেনা আকতার, রুবিনা পারভীন, চৈতী দাশ, সানজিদুল ইসলাম মাহিন, মাইনুর আক্তার সাবরিনা, মিনহাজ চৌধুরী, জোৎস্না ইয়াছমিন ও আসমাতুল এলা।

আয়োজকরা জানান- মহান বিজয় দিবস ২০২৪  উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গছাড়াও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ০৩,২০২৪
এসবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।