ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা জখম

খুলনা: দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান বেলাল।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের আযম খান কমার্স কলেজের পাশে এ ঘটনা ঘটে।

আহত বেলাল খুলনা জিলা স্কুল এলাকার আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানান, বেলাল মোটরসাইকেলে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। ডা. মিজানুর রহমানের চেম্বারের সামনে পৌঁছামাত্র পেছন থেকে দুই থেকে তিনটি মোটরসাইকেল তার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বেলালের বাঁ হাতের কব্জি ও ডান হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

খুলনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, যুবদলের এক নেতা গত রাতে হামলার শিকার হয়ে আহত হয়েছেন।

এদিকে অভিযোগ উঠেছে, স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক পদের প্রার্থী হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান বেলালের ওপর হামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।