ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের সাবেক এসপি মুরাদসহ ৫৫ পুলিশ সদস্যের নামে মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
হবিগঞ্জের সাবেক এসপি মুরাদসহ ৫৫ পুলিশ সদস্যের নামে মামলার আবেদন হবিগঞ্জের সাবেক এসপি মুরাদ আলী

হবিগঞ্জ: হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের নামে মামলার আবেদন করা হয়েছে।
 
রোববার (৩ নভেম্বর) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে জেলা বিএনপির সদস্য ও আইনজীবী সামছুল ইসলাম এ মামলার আবেদন করেন।


 
এতে হবিগঞ্জ সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, সাবেক পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ও গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ওসি মো. আল আমিনসহ ৫৫ জন পুলিশ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৪৫ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
রোববার বেলা সাড়ে ১২টায় আদালত পুলিশের পরিদর্শক মো. নাজমুল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, বিচারক মামলার আবেদন গ্রহণ করে আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানির দিন ঠিক করেছেন।  

২০২১ সালের ২২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে জনসভা ডাকে বিএনপি। জেলা সদরের শায়েস্তানগরস্থ দলীয় কার্যালয়ে সভা চলাকালে পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি চালায়।
 
মামলার বাদী সামছুল ইসলাম বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির নির্দেশে মামলাটি দায়ের করেছি। মঙ্গলবার আদালত এ ব্যাপারে যথোপযুক্ত আদেশ দেবেন বলে আমি বিশ্বাস করি।
 

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।