ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিন্ডিকেট ভাঙতে ঝালকাঠিতে কেনা দামে সবজি বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
সিন্ডিকেট ভাঙতে ঝালকাঠিতে কেনা দামে সবজি বিক্রি

ঝালকাঠি: কাঁচা বাজারে চড়া দামে সবজি বিক্রি হওয়ায় সাধারণ মানুষের কাছে কেনা দামে সবজি বিক্রি শুরু করেছে ঝালকাঠির বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।  

রোববার (৩ নভেম্বর) সকালে শহরের সাধনার মোড় এলাকায় এ বাজার বসে।

এ সময় কম দামে সবজি কিনতে ভিড় করেন ক্রেতারা।  

জেলা প্রশাসক আশরাফুর রহমান সকালে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে সবজি বিক্রিতে অংশ নেন। এসব সবজির মধ্যে পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, পেঁপে, জালি কুমড়া, ও শসা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, কাঁচা মরিচ ১১০ টাকা, মুলা ৩৫ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এছাড়া আরও বেশ কিছু সবজি বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।  

আয়োজকরা জানান, বাজারে বিক্রেতাদের হাত বদল হতে সবজির দাম ঊর্ধ্বগতি হচ্ছে। মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেট গড়ে ওঠায়  সাধারণ ত্রেতারা তাদের কাছে জিম্মি। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

ক্রেতারা জানান, ছাত্রদের এই উদ্যোগ আমাদের জনমনে স্বস্তি দিয়েছে। তাদের এই  উদ্যোগের প্রভাবে কিছুটা হলেও বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখানে সব ধরনের সবজিই বাজারের থেকে অনেক কম দামে পাচ্ছি। আমরা এখানে বাজারটা সব সময়ই চাই যাতে করে বাজারের সিন্ডিকেট কমে যায়।

ছাত্র-জনতা ব্যানারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, কিছু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বাড়তি দামে সবজি বিক্রি করছেন। ছাত্র-জনতার এ উদ্যোগ অব্যাহত থাকলে শিগগিরই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ