ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অস্ত্র-মাদক ও টাকাসহ আটক ৭৪

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
গাজীপুরে অস্ত্র-মাদক ও টাকাসহ আটক ৭৪

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক, দেশীয় অস্ত্র ও টাকাসহ ৭৪ জনকে আটক করেছে।

সোমবার (৪ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত কেরানিরটেক বস্তিতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তিতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধে ৫৪ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২১ লাখ টাকা, ২-৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, ২ হাজার ৫০০ ইয়াবা, ২০ বোতল মদ, ১০ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে আটকদের জব্দকৃত মাদক ও অস্ত্রসহ টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৭৪ জনকে আটক করে। তাদের মধ্যে ৫৪ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছে। এছাড়া মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।