ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ভাতিজাকে হত্যা করে ডাকাতির নাটক! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ভাতিজাকে হত্যা করে ডাকাতির নাটক! 

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাতিজাকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।  

শারীরিক প্রতিবন্ধী ভাতিজা রফিকুল ইসলামকে (৩৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়।

রফিকুল উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ির হাবু মিয়ার ছেলে।  

এ ঘটনায় তার চাচা মফিজুল ইসলাম সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা আদালতে হত্যার ঘটনার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, চাচা মফিজুল ইসলাম প্রতিবন্ধী ভাতিজা রফিকুল ইসলামের মৃত্যু নিয়ে ডাকাতির ঘটনা প্রচার করেন। সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে টাকা নিয়ে বিরোধ চলছিল। তাকে ফাঁসাতেই ডাকাতির নাটক সাজানো হয়। মফিজুল ইসলাম আরও বলেন, ছাগল বাঁধার দড়ি দিয়ে শ্বাসরোধ করে রফিকুলকে হত্যার পর লাশ বেগুন ক্ষেতে ফেলে আসা হয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) শামীম জানান, পার্শ্ববর্তী বাড়ির আবুল খায়ের ও তার স্ত্রী শাহনাজ বেগমের সঙ্গে মফিজুল ইসলামের টাকার লেনদেন ছিল। প্রতিপক্ষ আবুল খায়েরকে ফাঁসানোর জন্য মফিজুল ইসলাম ডাকাতির নাটক ও তার ভাতিজা রফিকুলকে হত্যা করেন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে চাচা মফিজুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর বিচারক মফিজুল ইসলামকে জেলহাজতে পাঠান।

জানা যায়, শনিবার রাতে ডাকাতির ঘটনা প্রচার করা হয়। ওই রাতে নিখোঁজ হন প্রতিবন্ধী রফিকুল ইসলাম। রোববার সকালে তার মরদেহ একটি বেগুন ক্ষেতের পাশে পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।