ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ১৭ আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
নোয়াখালীতে ১৭ আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

জব্দ করা এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে- পাঁচটি বিদেশি পিস্তল, আটটি এলজি, চারটি একনলা বন্দুক, নয়টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি ও ১২ কেজি গাঁজা।

এছাড়া এসময় এসব পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।  

এর আগে, সোমবার রাতে জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজার ও সোনাইমুড়ী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার চাটখিল উপজেলার ছয়ানী টবগা গ্রামের বাদল হোসেন (২১), একই উপজেলার রুইতখালী গ্রামের মো. রবিন (২৮), সোনাইমুড়ী উপজেলার দেওটি গ্রামের মো. বাহার (৩০), বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন (২৬) ও কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন (২২)।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা ও সেনবাগ থানা পুলিশের সদস্যরা সেনবাগের সেবারহাট সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করে। চেকপোস্টে রাত ১টার দিকে ১২ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।  

এরপর রাত দেড়টার দিকে পিকআপ ভ্যানের ভেতরে পলিথিনের প্যাকেটে লুকানো ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, তিন-চারদিন আগে সোনাইমুড়ীর দেওটি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তারা আরও কয়েকটি অত্যাধুনিক পিস্তল নিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর বাহারকে আটক করে পুলিশ। পরে তার ভাষ্যমতে প্রবাসী জাফর মিয়ার রান্নাঘরে প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা নয়টি ম্যাগাজিনসহ পাঁচটি বিদেশি পিস্তল, দুটি এলজি, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।  

প্রেস ব্রিফিংয়ে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।