ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাইমচর কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
হাইমচর কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও হাইমচর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবিবকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে হাইমচর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

পরে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আহসান হাবিবের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহসান হাবিব উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের গন্ডামারা গ্রামের পাটওয়ারী বাড়ির আবু বকর পাটওয়ারীর ছেলে এবং হাইমচর সরকারি কলেজের ডিগ্রির তৃতীয় বর্ষের ছাত্র।

আহত আহসান হাবিব জানান, গত ৪ আগস্ট হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নামে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি নেতা ও দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার আমাকে বার বার হুমকি দেন। এর জেরে তার কর্মীরা আমার ওপর হামলা চালায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিপ্লব দাস জানান, আহসান হাবিবের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। ইমারজেন্সি থেকে তাকে দ্রুত অপারেশন থিয়েটারে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার করেন।

উপজেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জলিল মাস্টার বলেন, ছাত্রদলের নেতা আহসান হাবিব সোমবার কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে খারাপ আচরণ করেন। আজকে সকালেও তিনি কলেজে যায় এবং আমার ভাগিনা মিরাজকে মারধর করেন। এ ঘটনায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করে। বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কাউকে পাইনি।

তিনি আরও বলেন, আহসান হাবিবসহ তার সহযোগীরা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের গ্রুপ করেন। আমি কারও গ্রুপের সঙ্গে নেই। যে কারণে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে তারা।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন বলেন, আহসান হাবিবের ওপর হামলার ঘটনায় মিরাজ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।