ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সহযোগীসহ সন্ত্রাসী ‘শুটার আনসার’ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সিলেটে সহযোগীসহ সন্ত্রাসী ‘শুটার আনসার’ গ্রেপ্তার

সিলেট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে হামলার ঘটনায় জড়িত ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার আনসার’ ও তার সহযোগী নাঈমকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় জেলার ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট নগরের মেজটিলা সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে আমিনুল ইসলাম নাঈম (২৩)।

গণমাধ্যমে পাঠানো র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট এসএমপির শাহপরান থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃতরা পলাতক ছিল। এরমধ্যে ১নং আসামি আনসার ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে, জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এনইউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।