ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার, উৎপাদন, বেচা-কেনা বন্ধে সারা দেশে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে জরিমানা এবং চার হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সহকারী পরিচালক মো. হান্নান এসময় উপস্থিত ছিলেন।

অভিযানে বাকিলা বাজারের আব্দুল মমিনের গোডাউন থেকে দুই হাজার ৭৩০ কেজি এবং মো. মোস্তফার গোডাউন থেকে এক হাজার ৮৮১ কেজি পলিথিন জব্দ করা হয়। তাদের উভয়ের কাছ থেকে এক হাজার করে নগদ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক  মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান চালানো হবে।  

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।