ঢাকা: রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রায় ২৫ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত বিষয়েও এখন পর্যন্ত জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল তিনটা আট মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২৫ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পাঁচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
সে সময় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছিলেন, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে ফোন আসে, বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এজেডএস/এসএএইচ