ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকু যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকু যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজান যাচ্ছেন। বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টা আগামী শনিবার (১০ নভেম্বর) বাকুর উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ১৪ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাকুতে ড. ইউনূস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। বৈঠকের সময় এখনো চূড়ান্ত হয়নি।

আগামী ১১ থেকে ২২ নভেম্বর থেকে বাকুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (কপ২৯)। এটি বিশ্ব জলবায়ু সম্মেলন হিসেবেও পরিচিত। বিশ্বজুড়ে জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্ব নেতারা এতে আলোচনা করেন।

বাংলাদেশে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত এলচিন হুসেনলি ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের পক্ষ থেকে এ সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধও করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।