ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ.লীগ নেতার বাসা থেকে পাঁচ নারীসহ গ্রেপ্তার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
আ.লীগ নেতার বাসা থেকে পাঁচ নারীসহ গ্রেপ্তার ৮

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার বাড়ির ফ্ল্যাট থেকে অসামাজিক কাজে লিপ্ত পাঁচ নারী ও ৩ যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।  

বুধবার (৬ নভেম্বর) রাতে শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলের বিপরীতে ‘হ্যালো চাইনিজ রেস্টুরেন্টে’র উপরে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বাড়ির একটি ফ্ল্যাট ও ছাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন - ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)।  

পুলিশ জানায়, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাবে দেহব্যবসা চালিয়ে আসছিল চক্রটি।  

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করি। দীর্ঘদিন যাবত শেখ মো. আনার বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের নারীদেরকে এনে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে রেখে দেহ ব্যবসা করাতেন। গ্রেপ্তাররা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। ভবিষ্যতে ওই ভবনে যাতে এই ধরনের অবৈধ ব্যবসা করতে না পারে সেজন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারিও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
জিসিজি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।