ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক সংসদ সদস্য তাহজীম আলম সিদ্দিকী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
সাবেক সংসদ সদস্য তাহজীম আলম সিদ্দিকী গ্রেপ্তার তাহজীম আলম সিদ্দিকী

ঢাকা: ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীম আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল আমিন।

তিনি জানান, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাহজীম আলম সিদ্দিকী ৩ নম্বর এজাহার নামীয় আসামি। একই থানায় গত ২৮ আগস্ট হওয়া আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি ২ নম্বর আসামি এবং গত ২৭ আগস্ট ওই থানায় হওয়া আরেকটি হত্যা মামলায় তিনি ৫ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।