ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাড়ে ৩ কোটি টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
সাড়ে ৩ কোটি টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় প্রতারণা মামলায় সাড়ে ৩ কোটি টাকার জরিমানাসহ ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর)  রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া।

এর আগে আজ দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান গাজিপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এমএস রিয়াল রাতুল এবং রিহান স্যানেটারির মালিক।

পুলিশ জানায়, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই এক্ট) মামলায় সাড়ে ৩ কোটি ৫০ টাকা জরিমানাসহ ১০ মাসের সাজা দিয়েছেন আদালত। এ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। এর পর থেকেই তিনি গা ঢাকা দেন এবং দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করতে থাকেন। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ দুপুরে আশুলিয়ার জিরানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া বাংলানিউজকে বলেন,  গ্রেপ্তার আসামিকে আগামীকাল (শনিবার) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
জেএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।