ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে রেললাইনে দৌড়াতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ঈশ্বরদীতে রেললাইনে দৌড়াতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু আলিপ হোসেন (১৮)।

রোববার (১০ নভেম্বর) সকালে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান জিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাকশী রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাতুল রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আহত আলিপ ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মাহাবুব আলমের ছেলে। তারা ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর।

দুর্ঘটনায় আহত আলিপ হোসেন জানান, প্রতিদিনই আমরা দু’জন রাতে দৌড়াতাম। ইপিজেড ছুটির পরে রাতুলের সঙ্গে সিদ্ধান্ত নেই যে রাতে আমরা দৌড়াব। সেই সিদ্ধান্তে ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করেন তারা। একপর্যায়ে রূপপুর সাঁকো মুখ থেকে পাকশী রেললাইনের ওপরে উঠে ভেড়ামারার দিকে দৌড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি যে কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। রাতুল রেললাইনের মাঝামাঝি ছিল আর আমি সাইড দিয়ে দৌড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে দেখি, রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে আছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান জিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছ।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।