ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিক্ষোভ করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
রাজশাহীতে বিক্ষোভ করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা

রাজশাহী: পতিত সরকার আওয়ামীলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহীর জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

রাজশাহী মহানগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রথমেই রাজশাহীর জিরোপয়েন্ট গণজমায়েতে মিলিত হন।

রাজশাহীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নূর হোসেনের কাঁধে চেপে পতিত সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাবর্তন এখন আর কোনোভাবেই সম্ভব নয়। এই স্বপ্ন, স্বপ্নই। যা বাস্তবায়ন হবে না। নিজ হাতে গণতন্ত্র হত্যা করে, গণহত্যা চালিয়ে ভুয়া হুঙ্কার দিয়ে ফিরে আসাতে চাইলে শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করবে। আর গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা মাঠে ছিল; শেষ পর্যন্ত মাঠে থাকবে।

বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ক্ষমা চাইতে ও জুলাই গণহত্যার বিচার মেনে নিতে বলেন শিক্ষার্থীরা। একইসঙ্গে অন্তবর্তী সরকারের বিচার ব্যবস্থা ও সংস্কার প্রক্রিয়া মানতেও দাবি করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ফ্যাসিজম প্রতিহত করতে যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে তারা মাঠে নামতে এবং থাকতে প্রস্তুত। জুলাই আন্দোলনে ঢালা রক্ত কোনোভাবেই তারা বৃথা যেতে দেবেন না।

রাজশাহীর জিরোপয়েন্টে দুপর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় জিরোপয়েন্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, মো. মুন্না, সাব্বির হোসেন, রাজশাহী কলেজ সমন্বয়ক আব্দুর রহিম, রাবি সমন্বয়ক রাশেদ রাজন, মো. রাতুল ও রাজশাহী কলেজ সমন্বয়ক মহুয়া জান্নাতসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।