ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি হেনরীর সহযোগী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি হেনরীর সহযোগী গ্রেপ্তার

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর সহযোগী শুভ তালুকদার চানুকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।  

শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে বগুড়া সদর উপজেলার কানজগাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুভ তালুকদার চানু সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত ইসলাম তালুকদারের ছেলে।  

রোববার (১০ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ ও ২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানি ও সিপিএসসি, বগুড়া একটি দল শনিবার রাতে কানজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে চানুকে গ্রেপ্তার করেছে। চানুর বিরুদ্ধে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলা রয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করেছেন তিনি।  

উল্লেখ্য, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল বের হলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে হত্যা করে। একই দিন আব্দুল লতিফ নামে এক যুবদল কর্মী ও সুমন নামে আরও এক ছাত্রদল কর্মী গুলিতে নিহত হয়। এসব ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে জ্ঞাত অজ্ঞাত প্রায় ৯শ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তার চানু যুবদল নেতা রঞ্জু ও লতিফ হত্যা মামলার আসামি।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।