ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

৫ হাজার টাকা দিলেই চুরি যাওয়া মিটার ফেরত!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
৫ হাজার টাকা দিলেই চুরি যাওয়া মিটার ফেরত!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক রাতে ১৫টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে।  

মিটার বক্সের মধ্যে একটি টোকেনে ফোন নম্বর রেখে গেছে চোরচক্র।

সেচ প্রকল্প ও তাঁত কারখানার এসব মিটার ফিরিয়ে দিতে প্রতিটির জন্য পাঁচ হাজার টাকা দাবি করা হয়েছে।  

শনিবার (৯ নভেম্বর) গভীররাতে উপজেলার হায়দারপুর গ্রাম থেকে পাঁচটি, কাজিপুরা গ্রাম থেকে তিনটি ও ঠাকুরঝিপাড়া থেকে সাতটি মিটার চুরি হয়।  

ঠাকুরঝিপাড়ার তাঁত কারখানার মালিক মুজাম্মেল বলেন,  গভীররাতে আমার কারখানার বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি, আমাদের গ্রামের আরও ছয়টি মিটার চুরি হয়েছে। চোরের রেখে যাওয়া নম্বরে কল দিলে বলা হয়, প্রতি মিটারের জন্য পাঁচ হাজার টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে।

হায়দারপুর গ্রামের জামাল সরকার বলেন, সকালে আমার ভাই মেশিন ঘরে গিয়ে দেখে ঘরের সঙ্গে লাগানো মিটারটি নেই। মিটারের জায়গায় খালি বক্সের ভেতরে একটি টোকেনের সঙ্গে একটি ফোন নম্বর লেখা। পরে আরও কয়েক জায়গায় খোঁজ নিয়ে দেখা যায়, তাদের মিটারও নেই। পরে ওই নম্বরে ফোন কল দিলে একজন বলে এখন ঘুমাচ্ছি, পরে কল দেন।  

কামারখন্দ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন জানান, মিটার চুরির বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।