ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় খাল পার হওয়ার সময় সোঁতি জালে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সিংড়ায় খাল পার হওয়ার সময় সোঁতি জালে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু 

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় সাঁতরে খাল পার হওয়ার সময় সোঁতি জালে জড়িয়ে মো. আব্দুস সালাম মৃধা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পমবড়িয়া গ্রামের ইটালি খালে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম চৌগ্রাম ইউনিয়নের পমবড়িয়া গ্রামের বাসিন্দা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকালে আব্দুস সালাম বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। এসময় তিনি অসুস্থ বোধ করলে মাঠে উপস্থিত অন্য লোকজনকে বিষয়টি জানান। এ অবস্থায় তারা তাকে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে পাশের ইটালি খাল সাঁতরে পার হয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় পানির স্রোতে ওই খালে বসানো সোঁতি জালে জড়িয়ে মারা যান তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

ওসি বলেন, মৃত্যুর আগে আব্দুস সালাম অসুস্থ বোধ করেছেন। তাই মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।   

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।