ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়কে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
নারায়ণগঞ্জে বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়কে অবস্থান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্প এলাকা বিসিকে বেতন ভাতার দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার বিসিক এলাকায় ক্রোণী অ্যাপ্যারেলসের সামনে এ ঘটনা ঘটে।

বিনা নোটিশে বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় অবন্তী ও ক্রোণী গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখে।

এ সময় ক্রোণীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেন শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়েছে। শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও শিল্প পুলিশের কর্মকর্তারা আলোচনা করছেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, ক্রোণী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন ধরে এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। এখানে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের পুলিশের ও সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা রয়েছেন। সবাই মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।