ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫০, বাড়িঘর ও দোকান ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫০, বাড়িঘর ও দোকান ভাঙচুর

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ২০টি বাড়িঘর, দুটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট ও একটি ইজিবাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও দুটি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ১০জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ফতেপট্টি গ্রামের তারা মোল্লা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মিজান মোল্লা গ্রুপের লোকজন মোল্লা গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।  

ভুক্তভোগী সোবাহান খান বলেন, মিজানুর মোল্লা, ফিরোজ খান, সুর্য মোল্লা, কিবরিয়া মোল্লাসহ প্রায় শতাধিক লোক জমিজমা বিরোধের জেরে আমাদের ওপর হামলা চালায়। পরে তারা আমার বাড়িঘর, দোকানঘর ভাঙচুর করে, আমার বাড়িতে থাকা দুটি গরু লুট করে নিয়ে যায়।    
   
ভুক্তভোগী আব্দুল আলী মোল্লা বলেন, হামলা চালিয়ে তারা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়াও বিল্ডিং ভেঙে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে।  

এসব ভুক্তভোগীরা অভিযোগ করলেও দুই দলের নেতাকে কথা বলার জন্য পাওয়া যায়নি এবং তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম উজ্জ্বল জানান, ফতেপট্টি গ্রামের তারা মোল্লা ও মিযান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। ফের যেন আর ঝামেলা না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।