ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ঘাটাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর দুর্ঘটনাকবলিত বাইক

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।

সাগরদিঘী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, দুই বন্ধু জুয়েল ও শাহাদত বুধবার সন্ধ্যায় জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারে ঘুরতে যান। একপর্যায়ে হাজীগঞ্জ এলাকায় বাঁশবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।  

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।