ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২

মৌলভীবাজার: মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাকিব চৌধুরী সোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কামালপুর নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহান উপজেলার আখাইলকুরা গ্রামের কমরু মিয়া চৌধুরীর ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহানের মামা এমদাদুর রহমান রেণু বলেন, সোহান কিছুদিন হয় তার মাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে এসেছে। বুধবার রাতে সে তার নানাবাড়ি নালিহুরী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। কামালপুর নতুন ব্রিজের মধ্যবর্তী স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এদিকে বুধবার রাতে কমলগঞ্জ উপজেলার কদুপুর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত ওই নারী গিয়াসনগর এলাকার মৃত মো. ছাদ উল্লাহর স্ত্রী।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান  জানান, মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বিবিবি/আরবি                         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।