ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
অষ্টগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইকবাল মিয়া নামে এক ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার আব্দুল্লাহপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. দিলশাদ জাহান।

 

এ সময় উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হকসহ অন্যান্যরা।  

জরিমানাপ্রাপ্ত ইকবাল মিয়া উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত আমির উদ্দিনের ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিন মালিক ও ব্যবসায়ী ইকবাল মিয়াকে আটক করা হয়। পরে তাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. দিলশাদ জাহান।  

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. দিলশাদ জাহান জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইকবাল মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।