ঢাকা: সব গ্রেডের পদে সরাসরি নিয়োগে প্যানেল সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৭ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর/পরিদপ্তর/অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে ১৩-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ সংক্রান্ত ২০২৩ সালের ১৭ এপ্রিলের পরিপত্রটি বাতিল করা হলো।
একই সঙ্গে সব গ্রেডের পদে সরাসরি নিয়োগে প্যানেল সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ)-কে আহ্বায়ক করে গঠিত কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, অর্থ বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, জনপ্রশাসনের যুগ্মসচিব (বিধি-১ অধিশাখা), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। আর সদস্য সচিব হিসেবে থাকবেন জনপ্রশাসনের উপসচিব (বিধি-১ শাখা)।
কমিটি সব বেতন গ্রেডের পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন দিক পর্যালোচনা করবে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে সুপারিশ জমা দেবে। প্রয়োজনে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিটিতে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমআইএইচ/এমজেএফ