ঢাকা: ভুল সংশোধন করতে কোনো লজ্জা নেই বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অনেক উন্নত রাষ্ট্রে, এমন কি আমেরিকাতে পুলিশ না থাকলে কি ঘটনা ঘটে, হাসিনা পালিয়ে যাওয়ার তিনদিন পর আমি বলেছিলাম, আপনারা দেখেন ৭২ থেকে ৭৩ সালে দেশ কীভাবে চলেছিল।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, কীভাবে আশা করেন, এমন বড় একটা পরিবর্তনের পর সব কিছু একদিনেই ঠিক হয়ে যাবে, হবে না। তবে দেখার বিষয় হচ্ছে, আমরা চেষ্টা করছি কি না। সরকার ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজে জড়াচ্ছে কি না।
তিনি আরও বলেন, যদি আমাদের কোনো ভুল হয়, তাহলে সেটা আপনারা বলবেন। আমার সরকারকে আমি যতদূর জানি বুঝি, আমরা আমাদের ভুল সংশোধন করতে মিনিমাম লজ্জা নেই। ভুল হলে আমরা নিজেরা সংশোধন করে নেব।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরকেআর/জেএইচ