ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান বিমান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান বিমান গ্রেপ্তার মোকলেছুর রহমান বিমান

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

 

বিমান ওই ইউনিয়নের বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুরে রণচণ্ডি স্কুল অ্যান্ড কলেজে, কলেজ কর্তৃপক্ষের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পর পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার করে সিভিল গাড়িতে তুলে নেয়।

এদিকে কিশোরগঞ্জ থানার ওসি জানান, ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মোখলেছুর রহমান বিমানকে থানায় নিয়ে আসার সময়ে বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে পুলিশের সিভিল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অভিযানে থাকা চারজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে আসেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) আমিনুল, কনস্টেবল মঞ্জুরুল, শরীফ ও সাজ্জাদ। তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।