ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পে কাঁপল রংপুর, উৎপত্তিস্থল সদরেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ভূমিকম্পে কাঁপল রংপুর, উৎপত্তিস্থল সদরেই প্রতীকী ছবি

নীলফামারী: রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩মিনিটে ৩ দশমিক এক মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

এর স্থায়িত্ব ছিল মাত্র ২৭ সেকেন্ড।  

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, রংপুর সদরেই ভূমিকম্পের উৎপত্তি ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ১।

উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। তবে ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।  

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।