ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচাপা দিয়ে বাস খাদে, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচাপা দিয়ে বাস খাদে, নিহত ১

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টকরী নিলখোলা এলাকায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি ভ্যানচালকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানের যাত্রী সাইদুল হাওলাদার (৩৭) উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।  

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবণী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায়। এতে ভ্যানের চালকসহ পাঁচ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানযাত্রী সাইদুলকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে বাসযাত্রী সাথী বেগম জানান, চলন্ত অবস্থায় বাসচালক তার আত্মীয় একই বাসের যাত্রীর সঙ্গে কথা বলছিলেন। এতে বাসের যাত্রীরা চালককে বাধা দেন। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বাসচালক।  

তিনি আরও জানান, এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে বাস খাদে পড়ে যায়। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।