ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শীতলক্ষ্যায় ডুবে নারী শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
গাজীপুরে শীতলক্ষ্যায় ডুবে নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও ফুলেশ্বরী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডুবে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা বেগম (৪৪) কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকার মৃত আনিছুর রহমানের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নরসিংদীর পলাশ উপজেলার কাজীরচর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের 'চরকা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ফরিদা বেগম। শনিবার রাতে কারখানা ছুটির পর ট্রলারে অন্যান্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এক পর্যায়ে মূলগাঁও ফুলেশ্বরী এলাকায় ট্রলারটি ঘাটে ভেড়ানোর সময় তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, রাতে হাসপাতাল থেকে মরদের উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।