ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আগারগাঁওয়ে ব্যাটারি রিকশাচালকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আগারগাঁওয়ে ব্যাটারি রিকশাচালকদের সড়ক অবরোধ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলন চলছে তাদের।

ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া গণমাধ্যমকে বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।