ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

আটকদের ছাড়িয়ে নিতে তেজগাঁও থানার সামনে অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আটকদের ছাড়িয়ে নিতে তেজগাঁও থানার সামনে অবস্থান

ঢাকা: জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসের সামনে অবস্থানরত লোকজনদের গতকাল রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বল প্রয়োগ করে সরিয়ে দেওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

এবার তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে তেজগাঁও থানার সামনে অবস্থান করেছেন সেসব বিক্ষোভকারী।

এ বিষয়ে তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) সোহেল রানা জানান, কয়েকদিন যাবত ডেইলি স্টার ও প্রথম আলো অফিসের সামনে কয়েকজন ব্যক্তি অবস্থান নিচ্ছিল। গতকাল তাদের আল্টিমেটাম দেওয়ার পরও তারা ঘটনাস্থল ছেড়ে না যাওয়ায় এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী একত্র হয়ে বল প্রয়োগ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সেই সময় বেশ কয়েকজনকে আটক করে রাতেই থানা আনা হয়। আজকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার জন্য থানার সামনে বেশ কয়েকজন অবস্থান নিয়েছেন।  

এর আগে রোববার দুপুর ১২টার কিছু আগে ১৫ থেকে ২০ জনের একটি দল একটি গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বেলা আড়াইটার দিকে তারা আবার প্রথম আলো কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়।  

এরপর তারা কারওয়ান বাজারের ভেতরের প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে। এরপর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সন্ধ্যা নাগাদ বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেড়ে ৫০ থেকে ৬০ জনে দাঁড়ায়।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা সন্ধ্যায় এক পর্যায়ে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।