ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
গুরুদাসপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাপায় মো. মোতালেব হোসেন (৪৫) ও মো. শাহ আলম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই সার ব্যবসায়ী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মোতালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম একই এলাকার মৃত জয়নুদ্দিন প্রামাণিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ বিকেল ৪টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে মোতালেব ও শাহ আলম মোটরসাইকেলে করে  গুরুদাসপুর থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে তাদের বাড়ি চাটমোহর ফিরছিলেন।

পথে কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোতালেব ও শাহ আলম রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এরআগে আজ সকালে জেলার লালপুরের নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানচালক মো. আলফু (৫৫) ও ট্রাক চালক মোস্তাকিম (২৪) নিহত হন। এসময় ট্রাকের হেলপারও আহত হন।

নিহত মো. আলফু বাড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা ও মোস্তাকিম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের কচুয়া এলাকার বাসিন্দা। আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।  

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় জেলায় চারজনের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।