ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সঙ্গে আলাপচারিতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানানোর সময় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা তাকে আবু সাঈদের পরিবারের সদস্য এবং রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আবু সাঈদের পরিবারের সদস্যদের ড. ইউনূস বলেছেন—‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে অনুরোধ করছি’।

প্রধান উপদেষ্টা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’র সনদ তুলে দেন।

সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।