ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউর প্রয়াত ৪ সদস্যের পরিবারকে অর্থ হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ডিআরইউর প্রয়াত ৪ সদস্যের পরিবারকে অর্থ হস্তান্তর

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কল্যাণমূলক কর্যক্রমের আওতায় সংগঠনের প্রয়াত চার সদস্যের পরিবারকে নগদ আট লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ টাকা হস্তান্তর করা হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ডিআরইউ কার্যালয়ে কল্যাণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় সিনিয়র সদস্য রুহুল আমিন গাজীর স্ত্রী লুৎফুন নাহার, অঘোর মন্ডলের স্ত্রী সুচিত্রা মন্ডল, বদিউল আলমের স্ত্রী মাহবুবা আলম ও সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সীমান্ত খোকনের স্ত্রী শামীমা সুলতানার হাতে দুই লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা নগদ অর্থ তুলে দেন। এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী ডিআরইউর নিজস্ব তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।