ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ১১২২ কেজি চিংড়ি জব্দ, একজনের কারাদণ্ড  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
সাতক্ষীরায় ১১২২ কেজি চিংড়ি জব্দ, একজনের কারাদণ্ড  

সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় অপদ্রব্য পুশকৃত ১ হাজার ১২২ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ ৫ হাজার ১৩২ কেজি বাগদা, গলদা ও সাদা মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়া বাকি মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে।

একইসঙ্গে অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাতকরণের দায়ে আরিফ হোসেন (২২) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা চেকপোস্ট থেকে এসব মাছ জব্দ করে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট পাঠাচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে তিন ট্রাক গলদা/বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত পর্ষদ পরীক্ষা-নিরীক্ষা করে ১ হাজার ১২২ কেজি বাগদা ও গলদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করা মর্মে শনাক্ত করে অপদ্রব্য পুশকৃত এসব মাছ মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া জব্দকৃত মাছের মধ্যে অপদ্রব্য পুশ ব্যতীত ২৫০ কেজি বাদগা ও গলদা চিংড়ি এবং ৩ হাজার ৭৬০ কেজি দেশীয় বিভিন্ন সাদা মাছ নিলামে বিক্রি করা হয়।
 
অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাতকরণের দায়ে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে আরিফ হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেন  ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৯,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।