ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৪১৪ নম্বর ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ কয়লা উত্তোলন।  

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ করা হয়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

খনি সূত্র জানা যায়, চলতি বছরের গত ৭ আগস্ট থেকে ১৪১৪ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। শুক্রবার ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে সাময়িক বন্ধ করা হয় কয়লা উত্তোলন। নতুন ফেইসে ১৩০৫ কয়লা উত্তোলনের প্রস্তুতিমূলক কারিগরি কাজ চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করতে আনুমানিক দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।  

প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে চার লাখ দুই হাজার ১৭৩ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গড়ে ২০০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। সে হিসেবে মজুদকৃত কয়লা দিয়ে প্রায় ছয় মাস চাহিদাকৃত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ফলে ফেইস পরিবর্তন জনিত কারণে দুই মাস কয়লা উত্তোলন বন্ধ থাকলেও স্বাভাবিক বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।