ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আন্দোলনে নিহত হওয়ার ১৩৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
নওগাঁয় আন্দোলনে নিহত হওয়ার ১৩৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রায়হান আলীর মরদেহ দাফনের ১৩৩ দিন পর কবর থেকে তোলা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রাম থেকে মরদেহটি তোলা হয়। রায়হান আলী ওই গ্রামের মামুন সরদারের ছেলে।

মরদেহ তোলার সময় উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুরে সড়কে গুলিবিদ্ধ হন রায়হান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর নিয়ে যায়। সেখানে রায়হান আলীর মৃত্যু হয়। সেদিন রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলে সে সময়ের পরিস্থিতি বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মামুন সরদার গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন এর আওতাধীন গাছা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার উপপরিদর্শক (এসআই) লাবু মিয়া জানান- সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহটি কবর থেকে তুলতে আদালত নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে আজ রায়হান আলীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০১৪  ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।