ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফিং

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফিং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বি‌ভিন্ন মিশ‌নে দা‌য়িত্বরত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  

ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপা‌শি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তু‌লে ধরা হ‌বে।

 

সোমবার (২ ডি‌সেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তরফে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে ঢাকার রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান নন, যেকোনো কূটনী‌তিক অংশ নিতে পারবেন। ত‌বে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার  আমন্ত্রণ জানানো হয়নি।

সোমবারের ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব সংবাদকে অসত্য বলে দাবি করে আসছেন।  

সোমবার অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সরকারের এই বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করা হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জানানো হবে। পাশাপাশি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের হামলা শুরু করা এবং আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা। এ ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও কোনো পাল্টা আক্রমণের ঘটনা না ঘটার বিষয়টিও তুলে ধরা হবে।  

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।