গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে হাসিব ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার ফুলদি এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটছিলেন হাসিব ভূঁইয়া। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা অনুযায়ী অভিযুক্ত হাসিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত হাসিব ফুলদি এলাকার ইউসুফ ভূঁইয়ার ছেলে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরএস/আরআইএস