ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরস্ক থেকে বাণিজ্য সুবিধা নিতে উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
তুরস্ক থেকে বাণিজ্য সুবিধা নিতে উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা: তুরস্কের কাছ থেকে বাণিজ্যের সর্বোচ্চ সুবিধা অর্জন করতে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় তারা দুজন বাংলাদেশ-তুরস্কের বাণিজ্য, অর্থনীতি ও ২০১৫ সালের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-তুরস্কের ভাতৃপ্রতীম সম্পর্ক দীর্ঘদিনের। তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। তার সফরকে অর্থবহ করতে বাংলাদেশ পরিকল্পনা গ্রহণ করবে।

বাংলাদেশের সঙ্গে তুরস্ক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় উল্লেখ করে রামিস সেন বলেন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ডায়লগের আয়োজনে তুরস্ক আগ্রহী।

তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরকালে সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে। তাই দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক ও বিজনেস টক আয়োজনে উদ্যোগ গ্রহণে বাণিজ্য উপদেষ্টাকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সেখ বশিরউদ্দীন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
জিসিজি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।