ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
গোপালগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকচাপায় মেসবাহ তালুকদার (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেসবাহ পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে। সে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে মেসবাহ সড়ক পার হচ্ছিল। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করলে চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।