ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৩৩ গ্রাম ২৬৯ মিলিগ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বারসহ আল আমিন (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয়।

আটক আল আমিন সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।  

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দাদের মাধ্যমে বিজিবি জানতে পারে সাতক্ষীরাস্থ হরিশপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। খবর পেয়ে ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যরা হরিশপুর পাকা রাস্তা দিয়ে পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে গমনকালে আল আমিনকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে আল আমিন প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করেন। এসময় ওষুধ প্রয়োগ করে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম এবং মূল্য প্রায় ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা।  

এ ব্যাপারে স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা পূর্বক আসামিকে সোপর্দ ও  স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।