বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নলডুবি মাজার সংলগ্ন আফতাবের পুকুর থেকে জরিনা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন জরিনা তার মেয়ে জামাই কাহালু উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলাম সাকিদার ওরফে চুন্নুর বাড়ি থেকে গত বুধবার রাত ৩টার দিকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার মেয়ে জামাই এলাকায় মাইকিং করে তার সন্ধান না পেয়ে কাহালু থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে এলাকার লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরবি