বগুড়া: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা- এই প্রতিপাদ্যে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে শহরের সাতমাথায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন করে।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতলুবর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, সদস্য শাহনেওয়াজ হোসেন জর্জ, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি মিলন রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিরবাজদের ঘৃণা করতে হবে।
এর আগে সকাল ৯টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে জেলা পর্যায়ের সব বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের ব্যানারসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ