বগুড়া: বগুড়া সদর উপজেলায় ট্রাকচাপায় জহুরুল ইসলাম নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোদারপাড়া সেফওয়ে মোটেলের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জহুরুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জহুরুল মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। সেফওয়ে মোটেলের সামনে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়
বগুড়া উপশহর ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
কেইউএ/আরবি