ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে ভবন থেকে পড়ে আহত বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
সৌদি আরবে ভবন থেকে পড়ে আহত বাংলাদেশির মৃত্যু

কিশোরগঞ্জ: সৌদি আরবে নির্মাণ কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে আহত হওয়ার সাত মাস পর মো. সবুজ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) রাতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মো. সবুজ মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পরিবারের সুখ ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান মো. সবুজ মিয়া। সেখানে ভালোভাবেই চলছিল তার প্রবাস জীবন। দেশের বাড়িতে তার স্ত্রী ও মেয়েসহ পরিবারে অন্য সদস্যরা রয়েছেন। গত সাত মাস আগে একটি ভবন নির্মাণ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন সবুজ। পরে সহকর্মীরা তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চলছিল তার চিকিৎসা। সোমবার (৯ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর সেখান থেকে সবুজের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।

বাবা আব্দুল কাদির তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।