ঢাকা: স্বর্ণ চোরাচালান মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাত দেড়টায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, স্বর্ণ চোরাচালানের মামলায় আদালতে রায় ঘোষণার পর থেকেই মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত স্বর্ণ চোরাচালান মামলার তদন্ত শেষে মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকার্য শেষে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২৬ মে অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৬ তার ১৪ বছরের সাজার রায় ঘোষণা করেন। মামলা চলমান অবস্থায় মাহবুবুর রহমান আদালত থেকে জামিন নিয়েছিলেন এবং রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসসি/আরআইএস