ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিসি জসীমসহ চার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ডিসি জসীমসহ চার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ডিএমপির সাবেক ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা। ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া বাকি তিন কর্মকর্তা হলেন গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক চার প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এই চার কর্মকর্তা বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন। প্রজ্ঞাপনে তাদের প্রত্যেকেই বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।